রাজধানীতে যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ৩
রাজধানীর টিটিপাড়া বস্তি সংলগ্ন তেলুগু কলোনি ও ধলপুর এলাকা থেকে যৌথঅভিযানে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ সন্দেহভাজন নাশকতাকারী ও সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। তবে আটকদের নাম জানায়নি সেনাবাহিনী। রোববার (২৮ ডিসেম্বর) রাত ৯টা থেকে ২টা পর্যন্ত যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭১ মেকানাইজড ব্রিগেডের ১৫ ইবি (ম্যাকানাইজড) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৮ ডিসেম্বর) আনুমানিক রাত ৯টা হতে ২টা পর্যন্ত নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭১ মেকানাইজড ব্রিগেডের ১৫ ইবি (ম্যাকানাইজড) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিটিপাড়া বস্তি সংলগ্ন তেলুগু কলোনি, ধলপুর এলাকায় সিটি করপোরেশনের পরিত্যক্ত দুটি ভবনে সন্দেহভাজন নাশকতাকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে ৩ জনকে হাতেনাতে আটক করা হয় এবং তৎক্ষণাৎ তল্লাশি করে ঘটনাস্থল হতে একটি ৩০ ক্যালিবার আন্ডারউড এম-১ (১৯৪৩) পিস্তল (২ রাউন্ড অ্যামুনিশন সহ) উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল হতে দুটি স্মার্ট ফোন, একটি বাটন ফোন, দুটি দেশীয় অস্ত্র, আনুমানিক ২৫০ গ্রাম গাঁজা এবং চারটি গাজার কল্কি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ আটকদের যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিজস্ব প্রতিবেদক