রূপগঞ্জে সেনা অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— লাভরাপাড়া এলাকার তানজিল (২৮), রেদোয়ান (২৩) ও রিফাত (১৮)।
রূপগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরীফুল ইসলাম জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লাভরাপাড়া এলাকার ভুলতা-মুড়াপাড়া সড়কের পাশে একটি পুকুর সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই স্থান থেকে এক হাজার ৬২১ বোতল ফেনসিডিল, ১০ হাজার পিস ইয়াবা ও ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মেজর শরীফুল ইসলাম আরও বলেন, ভুলতা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র মাদকের বড় একটি চালান সরবরাহ করছে- এমন সংবাদ পাওয়ার পরপরই সেনাবাহিনীর টহল দলটি দ্রুত অভিযান চালিয়ে মাদকসহ তিন জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হবে।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)