সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় ইউএনও অফিস ঘেরাও
সুনামগঞ্জে নির্ধারিত সময়ে হাওর রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় শাল্লা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় ঘেরাও করা হয়েছে। গতকাল বুধবার (১৫ মার্চ) হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কমিটির উদ্যেগে এই কর্মসূচি পালিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘হাওর বাঁচাও আন্দোলন’ শাল্লা উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস ,সাধারণ সম্পাদক জয়ন্ত সেন ও হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার।
এসময় অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনায় বাঁধের কাজ শেষ না হওয়ার অভিযোগ করেন বক্তারা।
হাওরাঞ্চলে বৃষ্টির মৌসুম শুরু হয়ে গেলেও এখনও বাঁধের কাজ শেষ না হওয়ায় আন্দোলনকারীরা ক্ষোভ জানিয়ে বলেন এতে করে সুনামগঞ্জের কৃষক আবারও ক্ষতির মুখে পড়বে।
এসময় দাবি আদায় না হলে সুনামগঞ্জের জেলা প্রশাসক অফিস ও পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও করা হবে বলেও জানান তারা।