সুন্দরবনের করমজলে ‘বাটাগুর বাসকা’র ডিম থেকে ফুটেছে ৩৩ বাচ্চা
সুন্দরবনের করমজলে একটি বাটাগুর বাসকা’র (কচ্ছপের প্রজাতি) দেওয়া ৩৪টি ডিমের মধ্যে ৩৩টি থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। আজ শনিবার সকালে বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হয়।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের স্যান্ডবিচ (বালুচর) থেকে বাচ্চাগুলো তুলে রাখা হয়েছে সংরক্ষণ প্যানে (ছোট আকৃতির পুকুর)।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পুকুরপাড়ের স্যান্ডবিচে একটি বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ গত ৬ মার্চ ৩৪টি ডিম দেয়। এরপর আজ ভোর থেকে ডিম হতে বাচ্চা ফুটে বের হতে শুরু করে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত একে একে ৩৩টি বাচ্চা ফুটে বের হয়। একটি ডিম নষ্ট হয়ে গেছে। ৯টার পর স্যান্ডবিচ থেকে বাচ্চাগুলোকে তুলে ওই কেন্দ্রের প্যানে রাখা হয়েছে। প্যানে রেখে লালনপালনের পর ছেড়ে দেওয়া হবে কেন্দ্রের বড় পুকুরে।
উল্লেখ্য, ২০১৪ সালে সুন্দরবনের করমজলে বিলুপ্ত প্রায় বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের সংরক্ষণ ও বংশ বিস্তারে এ প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়। এ দেশের বনবিভাগ ও আমেরিকা এবং অস্ট্রিয়ার দুটি সংস্থা যৌথভাবে এ কেন্দ্রটি গড়ে তোলে। ২০১৪ সালে আটটি কচ্ছপ দিয়ে এর প্রজনন কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৭ সাল থেকে কেন্দ্রটিতে ডিম দিতে শুরু কচ্ছপগুলো। সেই থেকে এ পর্যন্ত দেওয়া ৩২৭টি ডিমে ২৭৫টি বাচ্চা ফুটে। বর্তমানে কেন্দ্রটিতে ছোট বড় মিলিয়ে ৩৮৭টি কচ্ছপ রয়েছে।