অর্থবছরের প্রথম দিনেই মোংলা বন্দরে ৪ বিদেশি জাহাজ
২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিনেই মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ। এসব জাহাজে রয়েছে কনটেইনার, চিটাগুড় ও দুটি বড় প্রকল্প- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ পণ্য।
গতকাল মঙ্গলবার (১ জুলাই) ৫ নম্বর জেটিতে সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি কোটা রেস্তু’, ৬ নম্বরে পানামার ‘এমটি হাইহং’, ৭ নম্বরে সিয়েরা লিওনের ‘এমভি হিস্টরি এডুয়াড’ এবং ৯ নম্বরে পানামার ‘এমভি প্রোসপারিটি’ অবস্থান নেয়।
এছাড়া বন্দরের চ্যানেল ও পোর্ট লিমিটে আরও ১০টি বিদেশি জাহাজ রয়েছে। এসব জাহাজে এসেছে কয়লা, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর ও সিমেন্টের কাঁচামাল।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি জাহাজ আগমন, কার্গো হ্যান্ডেলিং, কনটেইনার হ্যান্ডেলিং, গাড়ি আমদানি এবং রাজস্ব আয়ের সকল লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় নতুন অর্থবছরের শুরুটাও হয়েছে আশাব্যঞ্জক।

আবু হোসাইন সুমন, মোংলা