সুপারশপে ভিক্ষুকরা, বিনামূল্যে বেছে নিলেন ৫০০ টাকার পণ্য

Looks like you've blocked notifications!
মিরপুরে বিদ্যানন্দের সুপারশপ থেকে পণ্য নিচ্ছেন ভিক্ষুকরা। ছবি : বিদ্যানন্দের ফেসবুক পেজ

রাজধানীর মিরপুরে বিদ্যাননন্দ ফাউন্ডেশন পরিচালিত একটি সুপারশপের দরজা ভিক্ষুকদের জন্য খুলে দেওয়া হয়। পরে সেখান থেকে পছন্দসই পণ্য নেন তারা। এতে খুশি ওই সব হতদরিদ্ররা। রমজান উপলক্ষে এই উদ্যোগটি নিয়েছে সুপারশপ কর্তৃপক্ষ। এমন ঘটনা আজ শুক্রবার ৬ টার দিকে বিদ্যানন্দ ফাউন্ডেশন তাদের ফেসবুক ভেরিফাইড পেজে জনিয়ে কিছু ছবি প্রকাশ করেছে।

বিদ্যানন্দ ওই পোস্টে জানিয়েছে, রোজা উপলক্ষে ভিক্ষুকদের জন্য মিরপুরে সুপারশপের দরজা খুলে দেওয়া হয়। ৫০০ টাকার মধ্যে যেকোনো পণ্য নিয়ে যেতে পারবে বলে জানায় সুপারশপ। পরে সেখানে আসেন ভিক্ষুকরা। 

বিদ্যাননন্দ ওই পোস্টে আরও বলে, ‘বিদ্যানন্দের এই মার্কেটের পণ্যের সমুদ্রে ছিন্নমূল মানুষগুলো কিছুক্ষণ এটা নেয়, অল্পক্ষণ পর সেটা তুলে রেখে আরেকটা নেয়। খুবই কনফিউশনে আছেন তাঁরা। ব্যাপারটা তাঁরাও (পণ্য নিতে আসা মানুষ) উপভোগ করছে।’