সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করছে : সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করছে। মাঠ পর্যায়ে সরকারের দেওয়া যেকোনো দায়িত্ব সেনাবাহিনী সুন্দরভাবে সম্পন্ন করে চলেছে।’
সেনাপ্রধান বলেন, ‘প্রশাসনের মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের অধিবেশনে অংশগ্রহণ শেষে সেনাপ্রধান সাংবাদিকদের এসব কথা বলেন।
ভূমিকা রাখেন ডিসিরা। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের অনেক দায়িত্ব পালন করে, যেগুলো বেসামরিক প্রশাসনের আওতায়। এসব জায়গায় আমরা যেসব কাজ করি, তা বেসামরিক প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছাড়া করা সম্ভব না।’
জেনারেল শফিউদ্দিন আহমেদ আরও বলেন, ‘সেনাবাহিনী চাচ্ছে, সিভিল প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সরকারের প্রদত্ত যেকোনো দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে।’
সেনাপ্রধান বলেন, ‘আমরা দুর্যোগ ব্যবস্থাপনা, জাতিগঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ড, অনেক সিকিউরিটি দায়িত্ব পালন করে থাকি।’ এখানে কথা প্রসঙ্গে বলেন, ‘গত বন্যায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা সবাই করেছে।’
ডিসিদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ধরে সেনাপ্রধান বলেন, ‘আমরাও বলেছি বর্তমান সেনাবাহিনীতে সবার ভেতরে একটা অনুভূতি এসেছে যে, সিভিল প্রশাসন আগের তুলনায় আমাদের সঙ্গে অনেক ফ্রেন্ডলি। আমরা তাদের সঙ্গে কাজ করে আগের চেয়ে অনেক ভালো ও স্বাচ্ছন্দ্য বোধ করছি।’