সৈকতে ভেসে এলো দৈত্যাকার মৃত তিমি
কক্সবাজার সমুদ্র সৈকতে একটি মৃত তিমি ভেসে এসেছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সৈকতের হিমছড়ি পয়েন্টে বিশাল তিমিটিকে দেখা যায়। স্থানীয় লোকজন তিমিটি দেখতে ভিড় করছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ এবং বন বিভাগের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে এসে তিমিটি পর্যবেক্ষণ করছেন। তাঁরা জানান, ধারণা করা হচ্ছে, বড় কোনো জাহাজের ধাক্কায় তিমিটি আহত হওয়ার পর মারা গেছে। এরপর এটি সমুদ্রের ঢেউয়ে তীরে এসে আটকে গেছে। এর পেছনের অংশে পচন ধরেছে। প্রাণিসম্পদ বিভাগের লোকজন ঘটনাস্থলে আসছে। এটাকে কিভাবে সংরক্ষণ করা যায় সে ব্যাপারটা ভাবা হচ্ছে।
তিমিটি ৪৪ ফিট দীর্ঘ বলে জানান পর্যবেক্ষণে যাওয়া বনবিভাগের কর্মকর্তা।