সোনারগাঁয়ের তিন মামলায় মামুনুলকে ২৪ দিনের রিমান্ড আবেদন
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার তিনটি মামলায় ২৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ রোববার গ্রেপ্তার দেখানোর পর রিমাণ্ড চেয়ে আবেদন করা হয়েছে।
জেলার পুলিশ সুপার জায়েদুল আলম জানান, হেফাজত নেতার বিরুদ্ধে তাঁর কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা গত শুক্রবার সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এর অগে গত মাসের ৩ তারিখে ওই নারীসহ সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে জনতা আটক করলে হেফাজত নেতাকর্মীরা তাণ্ডব চালিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের কাছ থেকে মামুনুলকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ও মার্চ মাসের ২৮ তারিখে হেফাজতের ডাকা হরতালে যানবাহনে অগ্নিসংযোগ ঘটনায় আলাদা তিনটি মামলা হয়ছে।
ওই তিন মামলায় হেফাজত নেতা মামুনুলকে ২৪ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। অদালত রিমান্ড শুনানির জন্য রেখেছে।