সোনারগাঁয়ে কার্টন তৈরির কারখানায় আগুন, সাড়ে ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা গ্রুপের ইকোনমিক জোনে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে কার্টন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে এক শ্রমিক আহত হন।
আজ সোমবার সকাল ৭টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। পরে রোবট ব্যবহার করে সাড়ে চার ঘণ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার সকাল ৭টার দিকে কারখানাটির উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্টেশন থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর আগে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোনো তথ্য এখনই বলা যাচ্ছে না।