স্তন ক্যানসারে আক্রান্ত আন্নি বাঁচতে চান, প্রয়োজন পাঁচ লাখ টাকা

Looks like you've blocked notifications!

আন্নি বেগম (৪০) দিনাজপুরের বীরগঞ্জ থানার একজন ফেরিওয়ালার স্ত্রী। সুখের সংসারে তাদের ১০ বছর বয়সী একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। এক বছর আগে স্তন ক্যানসারে আক্রান্ত হন। দীর্ঘ নয় মাস ধরে গ্রামের সরকারি হাসপাতাল ও হোমিও চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়েছেন। ব্যয় হয়ে গেছে বহু অর্থ।

দিনাজপুরের পার্বতীপুরে বেসরকারি সংস্থা পরিচালিত ল্যামস হাসপাতালে ডা. হেঙ্ক’র তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন আন্নি। বর্তমানে তাঁর ব্রেস্ট সার্জারি ও থেরাপির জন্য প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। এই অর্থ আন্নি’র অসচ্ছল পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। ফেরিওয়ালা স্বামী সংসারের হাল ধরতে গিয়ে অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন। শুধুমাত্র টাকার অভাবে হাসপাতালে ভর্তি করাতে পারছেন না সহধর্মিনীকে। সবার কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যেরা।

আন্নি বাঁচতে চান, বাঁচাতে চান তার ছোট্ট কন্যা সন্তানটিকে। আন্নিকে সহযোগিতা পাঠাতে পারেন নিচের অ্যাকাউন্টে-

বিকাশ নম্বর (পার্সোনাল) : 01797874740

নগদ নম্বর (পার্সোনাল) : 01797874740

ডিবিবিএল রকেট নম্বর (পার্সোনাল): 017978747406

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নম্বর : 01289776020