স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লক্ষ্মীপুরে বিনামূল্যে পাঁচ শতাধিক মানুষকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান এ চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন।
চিকিৎসা ক্যাম্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা ও মাহবুবুল হক মাহবুব।
জেলা পরিষদ সূত্র জানায়, স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও গণকবরে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পাঁচ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ সময় তাদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। এ কার্যক্রমে লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সেন্ট্রাল সার্বিক সহযোগিতা করে।
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব আমরা স্বাধীনতা অর্জন করেছি। এ স্বাধীনতা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও আমার সহযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।