স্রোত উপেক্ষা করে পদ্মা পাড়ির চেষ্টা, ডুবোচরে আটকাল ফেরি
তীব্র স্রোত উপেক্ষা করে পদ্মা পাড়ি দিতে গিয়ে ডুবোচরে আটকা পড়েছে ফেরি কুঞ্জলতা। আজ সোমবার দুপুর ২টা পর্যন্ত উদ্ধার হয়নি ফেরিটি।
পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা দিয়েছে সেতু কর্তৃপক্ষ। এর পরেও আজ সকাল ৬টা থেকে অনেক মোটরসাইকেলআরোহী পদ্মা সেতু দিয়ে পার হওয়ার জন্য টোল প্লাজার অদূরে অবস্থান করেন এবং বিক্ষোভ করতে থাকেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে মোটরসাইকেলআরোহীরা শিমুলিয়া ঘাট দিয়ে ‘কুঞ্জলতা’ ফেরি করে মাঝিরকান্দা যাওয়ার উদ্দেশে ঘাট ছাড়ে সকাল ৯টায়।
কিন্তু, তীব্র স্রোত উপেক্ষা করে পদ্মা পাড়ি দিতে গিয়ে লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচরে আটকা পড়ে ফেরি কুঞ্জলতা। আজ দুপুর ২টা পর্যন্ত উদ্ধার হয়নি ফেরিটি।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক বাণিজ্য ফয়সাল আহমেদ বলেন, ‘মোটরসাইকেল বহন করে ফেরি কুঞ্জলতা মাঝিরকান্দির উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি মোটরসাইকেলে পরিপুর্ণ ছিল। কিন্তু, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের অদূরে লৌহজং টার্নিং পয়েন্টে গেলে ডুবোচরে আটকা পড়েছে কুঞ্জলতা। এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।’