স্লাব ধসে পড়ায় টঙ্গী ব্রিজ বন্ধ, দীর্ঘ যানজট
স্লাব ধসে পড়ায় ক্ষতিগ্রস্ত টঙ্গী ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়।
এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে ভোগরা বাইপাস পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গতকাল বুধবার ভোরে টঙ্গী ব্রিজের স্লাব ধসে পড়ার পর লোহার পাটাতন দিয়ে সাময়িকভাবে যানবাহন চলাচল সচল রাখা হয়। পরে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) কর্তৃপক্ষ ব্রিজটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে গাজীপুর থেকে যেসব গাড়ি ঢাকায় প্রবেশ করবে সেসব গাড়ি টঙ্গীর মিলগেইট এলাকা থেকে কামারপাড়া সড়ক হয়ে আব্দুল্লাহপুর বেড়িবাঁধ ব্যবহার করবে। অপরদিকে, ঢাকা আউটগোয়িং গাড়িগুলো টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদীর উপর স্থাপিত অস্থায়ী বেইলি ব্রিজ ব্যবহার করবে।’
আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘ব্রিজটি সংস্কার কাজ করতে আট থেকে ১০ দিন সময় লাগবে বলে বিআরটি কর্তৃপক্ষ জানিয়েছে। হঠাৎ করে ব্রিজ বন্ধ হওয়ায় অনেকেই না জেনে এ পথ ব্যবহার করছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। আমরা ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের সঙ্গে সমন্বয় করে গাজীপুরের যানজট নিরসনে কাজ করছি।’
বিআরটি প্রকল্পের (ব্রিজ বিভাগ) পরিচালক মো. মহিরুল ইসলাম খান বলেন, ‘টঙ্গী ব্রিজের একটি ডেস্ক স্ল্যাব পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু এটি একটি ব্যস্ততম মহাসড়ক, তাই গাড়ির চাপ অনেক বেশি। এভাবে ব্রিজটি ব্যবহারে ঝুঁকি রয়েছে। তাই বুধবার রাত ১২টা থেকে ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
প্রকল্প পরিচালক আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত স্লাবে নতুন করে আরেকটি স্লাব বসানোর পরিকল্পনা করা হয়েছে। এ জন্য সাত থেকে ১০ দিন সময় লাগতে পারে।’