হজ ফ্লাইট শুরু ৩১ মে
চলতি বছর হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা। আগামী ৩১ মে থেকে শুরু হবে হজ ফ্লাইট।
আজ বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে সভা শেষে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের এ তথ্য জানান।
চলতি বছর পবিত্র হজ পালনের জন্য অনুমোদিত দেশওয়ারি কোটায় এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পাঠাতে পারবে বাংলাদেশ।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি সরকারের সঙ্গে এখনও চুক্তি না হলেও সরকার হজ কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে হজ এজেন্সির তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য হজ গাইড প্যানেল তৈরির কার্যক্রম শুরু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার হজের চুক্তিটি হবে। এ কারণে আগেভাগেই কাজ এগিয়ে রাখা হচ্ছে।
গত ১৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, যেসব হজ এজেন্সি ২০২২ সালে হজযাত্রী পাঠাতে ইচ্ছুক, তাদের ২৬ এপ্রিলের মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করতে হবে।