হত্যা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব
ঝালকাঠির রাজাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও তাঁর ভাতিজাকে কুপিয়ে হত্যা করে। সেই মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
গতকাল বুধবার (১৭ মে) দিনগত রাতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে তিন জন এবং নেত্রকোনার পূর্বধলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল র্যা ব ৮-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক মাহমুদুল হাসান।
গত ২৪ এপ্রিল রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুর রব হাওলাদার (৬০) ও তাঁর ভাতিজা মো. বেলায়েত হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় ঘটনার পর পরই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় পরের দিন দুপুরে নিহত সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদারের ছেলে মো. লিয়াকত হাওলাদার বাদী হয়ে ১৫ জনকে আসামি করে রাজাপুর থানায় মামলা করেন।
র্যা ব জানায়, সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদারের সঙ্গে বিরোধ চলছিল বর্তমান ইউপি সদস্য মো. সাইফুল ইসলামের। ২৪ এপ্রিল রাতে আব্দুর রব ও তাঁর ভাতিজা বেলায়েত হোসেন জগাইরহাট বাজার থেকে বাড়ি যাওয়ার সময় প্রতিপপেক্ষর লোকজন তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে আসাদ, মিজান, সজল ও শাহজাহান নামে চারজনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় র্যা ব ৮-এর একটি দল মামলাটির ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মামলার তিন নম্বর আসামি মো. খাদেম হোসেন (৫০), চার নম্বর আসামি মো. জাহিদুল ইসলাম রমজান (২২), ছয় নম্বর আসামি মো. সজল হোসেন (২১) ও আট নম্বর আসামি মো. শহীদ হোসেনকে (৩০) গ্রেপ্তার করে।