হাজি সেলিম করোনায় আক্রান্ত
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
আজ বুধবার সকালে হাসপাতালের গ্রাহকসেবার দায়িত্বে থাকা নাজমুস সাকিব এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হাজি সেলিম করোনা ইউনিটে চিকিৎসাধীন।’
নাজমুস সাকিব বলেন, ‘গতকাল মঙ্গলবার তাঁকে হাসপাতালে নিয়ে আসার পর করোনার নমুনা পরীক্ষা করা হয়। সেখানে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে গত রোববার তাঁর প্রথম দফায় করোনা ধরা পড়ে। সেটা নিশ্চিত হতে পুনরায় হাসপাতালে করোনার পরীক্ষা করা হয়।’
তবে হাজি সেলিমের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান নাজমুস সাকিব। বলেন, ‘তিনি এখন ভালো আছেন। তাঁকে করোনা ইউনিটের আসইসোলেশনে রাখা হয়েছে।’