১০ আদিবাসী শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল

Looks like you've blocked notifications!
জামালপুরের ১০ আদিবাসী শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল

জামালপুরে প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল পেয়েছে ১০ আদিবাসী শিক্ষার্থী। বিশেষ এলাকার জন্য উন্নত সহায়তাবিষয়ক প্রকল্প ও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ওই এলাকায় আরও বিতরণ করা হয়েছে শিক্ষাবৃত্তি ও ট্যাব। আজ মঙ্গলবার (১৬ মে) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়। 

এ সময় ৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৯৮ জনকে ট্যাব, ৭০ জন নৃগোষ্ঠীর শিক্ষার্থীকে দুই লাখ ৮৮ হাজার টাকা ও ১০ জন আদিবাসী বালিকাকে বাইসাইকেল বিতরণ করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর ১৮ জন রোগীকে চিকিৎসার জন্য ৫০ হাজার করে মোট ৯ লাখ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার লিটা প্রমুখ।