১৫০ মণ জাটকা রেখে পলায়ন
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ১৫০ মণ (ছয় হাজার কেজি) জাটকা জব্দ করেছে মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশ। আজ মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে ট্রলারভর্তি এসব জাটকা জব্দ করা হয়।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন জানান, মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী হয়ে নারায়ণগঞ্জে জাটকা নেওয়া হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে আজ ভোরে ফোর্স নিয়ে অভিযানে নামি। এ সময় মুন্সীগঞ্জ অংশে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় জাটকার ট্রলারটি চিহ্নিত করে পিছু নেই। পরে শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাটে পৌঁছে জাটকাসহ ট্রলারটি জব্দ করতে সক্ষম হই।
কবির হোসেন আরো জানান, পুলিশের অবস্থান বুঝতে পেরে অসাধু ব্যবসায়ীরা ট্রলার রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে সকাল ৯টার দিকে জব্দ করা জাটকাগুলো সদর উপজেলার স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।