১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/08/arrest.jpg)
প্রতারণার মাধ্যমে গ্রাহকদের ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব হাসান এবং তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান আজ শুক্রবার এ তথ্য জানান।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলা খলিশাখালী এলাকা থেকে মুফতি রাগীব হাসান ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে।
আ ন ম ইমরান জানিয়েছেন, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ বিকেল সাড়ে ৩টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।
মামলার এজাহার ও ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, ২০১০ সালে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালীতে এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীকালে গ্রাহকের টাকা নিয়ে প্রতিষ্ঠানের নামে জমি না কিনে কেনা হয় রাগীব আহসান এবং তাঁর আত্মীয়-স্বজনের নামে। সেসব জমির ৯০ শতাংশ গোপনে বিক্রি করে টাকা আত্মসাৎ করেন এই রাগীব হাসান। এই গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬টিই উধাও হয়ে গেছে।