১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক
পৃথক ছয় মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে হেফাজত নেতা মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ পুলিশের কঠোর নিরাপত্তায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে হাজির করা হয় মামুনুলকে। আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, হেফাজতে ইসলামের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিসংতার দুটি মামলায় মামুনুল হককে ছয়দিনের রিমান্ডে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আরেক মামলায় তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এর আগে মামুনুল হকের বিরুদ্ধে তাঁর কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলাসহ সোনারগাঁয়ে দায়ের করা তিন মামলায় তাঁকে ৯ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সর্বশেষ পিবিআই মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করে। মোট ছয়টি মামলায় তিন দিন করে মোট ১৮ দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়। পরে কঠোর নিরাপত্তায় তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
নারায়ণগঞ্জে পিবিআইয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, সর্বশেষ তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মামুনুল হকের কাছ থেকে বিভিন্ন ঘটনায় চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এর আগে গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।