মাগুরায় ভূমিকম্প আতঙ্কে ৩০ পোশাক শ্রমিক অসুস্থ
মাগুরায় শ্রীপুর উপজেলার আমতৈল স্টাইলস্মিথ স্যান অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টেসে ভূমিকম্প আতঙ্কে প্রায় অর্ধশত নারী ও পুরুষ কর্মী অসুস্থ হয়ে পড়েছে। সদর হাসপাতালে ৩০ শ্রমিককে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হলে গার্মেন্টস কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রাণভয়ে গার্মেন্টসের দ্বিতীয় তলায় কাজ করা কর্মীরা ভবন থেকে নেমে রাস্তায় এসে দাঁড়ায়। এ সময় অনেক নারী কর্মীর মাথা ঘোরা ও বমি শুরু হলে তারা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের স্থানীয় দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ রোগীর সংখ্যাও বাড়তে থাকে। এ কারণে দায়িত্বে থাকা চিকিৎসকদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয়। অসুস্থদের মধ্যে গুরুতর ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় অসুস্থদের অনেককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিকেলে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজমুস সাকিব জানান, অনেক লোক এক সঙ্গে কাজ করছিল, ভূমিকম্পের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল। এটি সবার মধ্যে ছড়িয়ে গিয়ে ম্যাচ হিস্টিরিয়া হয়েছে। তবে কারো শরীরে কাটা-ছেঁড়া, রক্ত ক্ষরণ বা শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন নেই।
স্যান অ্যাপারেলস লিমিটেডের প্রশাসনিক প্রধান মো. আমান উল্লাহ জানান, ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ে।
এ সংবাদে জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার হোসেন খান ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা আহতদের খোঁজখবর নিতে আসেন।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা