ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে প্রাণহানি বেড়ে ৪
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে প্রাণহানি বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
এক বার্তায় জানানো হয়, প্রাথমিক তথ্যমতে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে উঁচু ভবন থেকে নামতে গিয়ে জেলার বিভিন্ন স্থানে শতাধিক লোকজন আহত হয়েছে এবং এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে।
সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি নামক স্থানে নির্মাণাধীন ভবনের মালামাল নিচে পড়ে চারজন আহত হন। এর মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত দুজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক শিশু হাফেজ ওমরকে (৮) মৃত ঘোষণা করেন।
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূইয়া (৭৫) নামক একজন বৃদ্ধ মাটির ঘরের নিচে চাপা পড়েন এবং পরবর্তীতে তাকে জেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া নয়াপাড়া গ্রামের বাসিন্দা নাসিরউদ্দিন (৬০) ফসলী জমি থেকে আতঙ্কিত হয়ে দৌড়ে আসার পথে রাস্তা থেকে নিচে লাফ দিয়ে পড়ে মারা যান।
শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে ফোরকান (৪০) ভূমিকম্পের ফলে গাছ থেকে পড়ে যান এবং তাৎক্ষণিক নরসিংদী জেলা হাসপাতালে নিলে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার।
উল্লেখ্য, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

নিজস্ব প্রতিবেদক