১৯ বাংলাদেশি তরুণ পেলেন ডায়ানা অ্যাওয়ার্ড

Looks like you've blocked notifications!

বিভিন্ন সামাজিক কার্যক্রমের জন্য সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন ১৯ বাংলাদেশি তরুণ। ব্রিটিশ যুবরাজ চার্লসের সাবেক স্ত্রী প্রয়াত প্রিন্সেস ডায়ানার স্মরণে এই পুরস্কার প্রদান করা হয়। গত সোমবার রাতে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়, যে তালিকায় আছেন ১৯ বাংলাদেশি তরুণ। তাঁরা প্রত্যেকে দেশের বিভিন্ন সমাজসেবাসংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত।

ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে ডায়ানা অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ থেকে যাঁরা এবারের ডায়ানা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন, তাঁরা হলেন—আনিকা সুবাহ আহমেদ (ইভোল্যুশন থ্রিসিক্সটি), মো. মাহবুবুল আবরার (জাগো ফাউন্ডেশন), মো. শওকত আরাফাত (ভলান্টিয়ার ফর বাংলাদেশ), রিজভী আরেফিন (অ্যাওয়ারনেস থ্রিসিক্সটি), মুরশিদুল আলম ভূঁইয়া (টিম ব্যর্থ), খাদিজাতুল কুবরা বিনতে আহসান (উইমেন ভিউ), সাদিদ বিন হাসান (ক্রসরোডস ইনিশিয়েটিভ), আনাস হোসেন (সেফহুইল), সাগর মজুমদার (নারডিজ), গুলনাহার মাহবুব (দেশি বলারস), সিদরাতুল মুনতাহা (টেকনোভেশন), মারিয়া মুমু (মশাল মেন্টাল হেলথ), ইউসুফ মুন্না (রিফ্লেকটিভ টিনস), আজাজুল ইসলাম (ওয়ান অব ইউ), মোহাম্মদ আফজাল সুলতান (দূরবীন ফাউন্ডেশন), লামিয়া তাজনীন (ট্রানসেন্ড), সরকার তানভীর আহমেদ (ইয়ুথ পার্লামেন্ট), আফরুজা তানজি (প্রতিভা) ও মো. মোস্তফা জামান (ভলান্টিয়ার ফর বাংলাদেশ)।

অলাভজনক প্রতিষ্ঠান ওয়ান অব ইউ’র প্রধান নির্বাহী কর্মকর্তা আজাজুল ইসলাম এ বছর ডায়ানা অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

আজাজুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকে প্রিন্সেস ডায়ানার কথা শুনে এসেছি। তাঁর অবদান আমাকে আমার দেশের জন্য কার্যকর কিছু করতে সব সময় অনুপ্রাণিত করেছে। এই অ্যাওয়াড পেয়ে আমি গর্বিত। আমি আমার দেশের জন্য কাজ করে যাব, এ বিশ্বের জন্য কাজ করে যাব।’

কিশোরদের সৃজনশীলতার বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বাংলাদেশি তরুণ সামাজিক উদ্যোক্তা ইউসুফ মুন্না। তার প্রতিষ্ঠিত কিশোরভিত্তিক সৃজনশীল প্ল্যাটফর্ম রিফ্লেকটিভ টিনস’র মাধ্যমে সামাজিক পরিবর্তনমূলক বিভিন্ন কার্যক্রমের জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

ইউসুফ বলেন, ‘এই প্রাপ্তি আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। একই সঙ্গে, আমাদের কাজের গণ্ডিকে প্রসারিত করতে এবং সামগ্রিক লক্ষ্যকে বাস্তবায়নে দলগত প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই পুরস্কার আমার একার নয়। রিফ্লেকটিভ টিনসের সঙ্গে সংযুক্ত সবাই এর অংশীদার বলে আমি বিশ্বাস করি।’ তিনি আরও বলেন, ‘আমার বাব-মা সবসময় আমার ওপর আস্থা রেখেছেন, উৎসাহ জুগিয়েছেন। তাই, তাঁদের এই পুরষ্কারটি উৎসর্গ করছি।’

ভার্চুয়াল অনুষ্ঠানে অ্যাওয়ার্ড জয়ীদের শুভেচ্ছা জানান ডায়ানা অ্যাওয়ার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা টেসি ওজো সিবিই। এর আগে গত বছর বাংলাদেশ থেকে ছয় তরুণ ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছিলেন।