১ নভেম্বরের পর দ্রুত সারা দেশে শিক্ষার্থীদের টিকাদানের নির্দেশনা প্রধানমন্ত্রীর
কোভিড টিকা নেওয়ার জন্য এখন পর্যন্ত তিন লাখ শিক্ষার্থী নিবন্ধন করেছে। আগামী ১ নভেম্বর থেকে রাজধানীতে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদান শুরুর পর দ্রুত সময়ে সারা দেশে শিক্ষার্থীদের টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভার বৈঠক শেষে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে অংশ নেন।
এর আগে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ১ নভেম্বর থেকে স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে। তিনি বলেন, ‘প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্রে দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতিদিন সারা দেশে ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে ফাইজারের টিকা রয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষের সামনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।