২০৫০ সালে বাংলাদেশের লোকসংখ্যা কত হবে?

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

জাতিসংঘের বৈশ্বিক জনসংখ্যা বিষয়ক অঙ্গসংগঠন ইউনাইটেড নেশন্স পপুলেশন ফান্ডের (ইউএনএফপিএ) প্রতিবেদন ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২২’ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার আকার ধারাবাহিকভাবে বাড়ছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। জনসংখ্যা বৃদ্ধির হারে বর্তমানে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে অষ্টম স্থানে অবস্থান করছে। তবে, জনসংখ্যা বৃদ্ধির হার কমায় ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের অবস্থান হবে দশম।

জাতিসংঘের ওই পরিসংখ্যান অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে ৮৫০ কোটি এবং ২০৫০ সালে পৌঁছাবে ৯৭০ কোটিতে। যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাসের প্রবণতা লক্ষ করা যাবে।

জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাওয়ায় ২০৫০ সালে শীর্ষস্থানীয় জনসংখ্যার দেশগুলোর মধ্যে বাংলাদেশ দশম স্থানে অবস্থান করবে। প্রথমে থাকবে ভারত ১৬৮ দশমিক ৮ কোটি, দ্বিতীয় অবস্থানে চীন ১৩১ দশমিক ৭ কোটি, তৃতীয় যুক্তরাষ্ট্র ৩৭ দশমিক ৫ কোটি, চতুর্থ নাইজেরিয়া ৩৭ দশমিক ৫ কোটি, পঞ্চম পাকিস্তান ৩৬ দশমিক ৬ কোটি, ষষ্ঠ ইন্দোনেশিয়া ৩১ দশমিক ৭ কোটি, সপ্তম ব্রাজিল ২৩ দশমিক ১ কোটি, অষ্টম ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ২১ দশমিক ৫ কোটি, নবম ইথিওপিয়া ২১ দশমিক ৩ কোটি এবং দশম অবস্থানে বাংলাদেশ ২০ দশমিক ৪ কোটি।

পরিসংখ্যানে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাসের প্রবণতা অনুযায়ী, বর্তমানে বিশ্বে সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে রয়ছে চীন ১৪২ দশমিক ৬ কোটি, ভারত ১৪১ দশমিক ২ কোটি, যুক্তরাষ্ট্র ৩৩ দশমিক ৭ কোটি, ইন্দোনেশিয়া ২৭ দশমিক ৫ কোটি, পাকিস্তান ২৩ দশমিক ৪ কোটি, নাইজেরিয়া ২১ দশমিক ৬ কোটি, ব্রাজিল ২১ দশমিক ৫ কোটি এবং অষ্টম স্থানে বাংলাদেশের ১৭ দশমিক ১ কোটি।