জয়পুরহাটে আলু বোঝাই ট্রাকে আগুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের শালবন এলাকায় একটি আলু বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার জানান, গতকাল শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা রাস্তায় তিন মাথা বিশিষ্ট লোহার তৈরি পিন ফেলে ট্রাকটির পথরোধ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
জয়পুরহাট থেকে আলু বোঝাই ট্রাকটি আটরশি পীরের ওরশ শরিফে যাচ্ছিল। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।