লক্ষ্মীপুরে চেয়ারম্যান ও কাউন্সিলর হলেন যাঁরা
লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাবেক অতিরিক্ত সচিব সামছুল ইসলাম চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ৫৫৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ১৯৭ ভোট।
আজ বুধবার বিকেলে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচনী কর্মকর্তা সোহেল সামাদ।
এ ছাড়া ১৫টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে জাফর উল্লাহ ভূঁইয়া (তালা), ২ নম্বর ওয়ার্ডে সৈকত মাহমুদ (অটোরিকশা), ৩ নম্বর ওয়ার্ডে মো. তাফাজ্জল হোসেন (বৈদ্যুতিক পাখা), ৪ নম্বর ওয়ার্ডে মো. মঞ্জুর হোসেন (টিউবওয়েল), ৫ নম্বর ওয়ার্ডে এ বি এম ইয়াহিমা বিন জাকারিয়া (টিউবওয়েল) , ৬ নম্বর ওয়ার্ডে মো. আরিফ হোসেন (টিউবওয়েল), ৭ নম্বর ওয়ার্ডে বদরুল আলম শ্যামল (তালা), ৮ নম্বর ওয়ার্ডে বেলায়েত হোসেন (বৈদ্যুতিক পাখা), ৯ নম্বর ওয়ার্ডে মো. মাহবুবুল হক (ঢোল), ১০ নম্বর ওয়ার্ডে আফজাল হোসেন হাওলাদার (বৈদ্যুতিক পাখা), ১১ নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেন (তালা), ১২ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন (তালা), ১৩ নম্বর ওয়ার্ডে মোশারফ হোসেন (বৈদ্যুতিক পাখা), ১৪ নম্বর ওয়ার্ডে মো. আমজাদ হোসেন (তালা), ১৫ নম্বর ওয়ার্ডে মুজাহিদুল ইসলাম (হাতি)।
সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে সামশেদ আক্তার, ২ নম্বর ওয়ার্ডে তাহমিনা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে ফরিদা ইয়াসমিন লিকা, ৪ নম্বর ওয়ার্ডে পারভিন আক্তার সালমা, ৫ নম্বর ওয়ার্ডে রোফেনা আক্তার।
নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
তবে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বি হলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান (হেলিকপ্টার প্রতীক) দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান।