সালাহ উদ্দিনকে নিয়ে বিএনপি নাটক করেছে : নৌমন্ত্রী
দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে সরিয়ে বিএনপি নাটক সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ শুক্রবার সকালে মাদারীপুর প্রেস ক্লাবের উন্নয়নবিষয়ক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
নৌমন্ত্রী বলেন, “এটা হলো ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর মতো অবস্থা। কাজ করল তারা। আর এটা সরকারের ওপর চাপাল। সরকারের এত দায় কেন ঠেকছে?’ তিনি বলেন, ‘তারা (বিএনপি) যখন ব্যর্থ হইসে, যখন এই টেলিভিশনে তালেবানের মতো দেওয়া যে বিবৃতি, সেই বিবৃতির ট্যাবলেট যখন কোনো কাজে লাগছে না, তখন তারা নিজেরাই তাঁকে (সালাহ উদ্দিন) সরায়া রাইখা বা সে নিজে চইলা গিয়া আজকের এই নাটক সৃষ্টি করেছে। সুতরাং এটাতে সরকারের কোনো দায়িত্ব নেই। সরকার এটা করে নাই।’
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার (এসপি) খোন্দকার ফরিদুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা আকন্দ, এম আর মুর্তজা, ইয়াকুব খান শিশির প্রমুখ। পরে মন্ত্রী মাদারীপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

এম. আর. মুর্তজা, মাদারীপুর