জিয়াউর রহমানের সমাধিতে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে ড্যাব নেতৃবৃন্দ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু, প্রথম যুগ্ম মহাসচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ড্যাব-এর সহ-সভাপতি ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ও বারডেম ড্যাব-এর সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল।
এ সময় ড্যাব-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ শত শত চিকিৎসক উপস্থিত থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক