আবার বাকশাল কায়েমের চেষ্টা হচ্ছে : আমির খসরু
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের পরিবর্তে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন; কিন্তু এখন আওয়ামী লীগ সরকার আবারও দেশে একদলীয় বাকশাল কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শুক্রবার বিকেলে বন্দরনগরীতে নাসিমন ভবন কার্যালয় চত্বরে জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মহানগর বিএনপির সভাপতি এ অভিযোগ করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করে দেশে আবারও একদলীয় বাকশাল কায়েমের অপচেষ্টা করছে। এ পরিস্থিতি থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে আন্দোলন এগিয়ে নিতে হবে।
নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, অধ্যাপক হাসান মাহামুদ, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।