গজারিয়ায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী, গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এক স্কুলশিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার মেয়েটিকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ঘটনায় জুয়েল (২০), রকিব (১৯), হিমু (১৮) নামের তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কাউছার (২২) নামের আরেক যুবককে ধরতে অভিযান চলছে। তাঁদের বাড়ি উপজেলার দক্ষিণ ফুলদী গ্রামে।
মেয়েটির বাবা জানান, রাতে স্ত্রীকে নিয়ে এক আত্মীয়র বিয়েতে গিয়েছিলেন। ওই সময় বখাটেরা মেয়েটির ওপর নির্যাতন চালায়। পরে তার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন জানান, ঘটনার রাতেই মেয়েটির বাবা গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। শুক্রবার চিকিৎসা পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত হলে পুলিশ অভিযোগটিকে ধর্ষণের মামলা হিসেবে গণ্য করে।
ওসি আরো জানান, মামলার পর গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ বি এম দোহার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামি জুয়েল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।