সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে কাজ করব : র্যাব-প্রধান
র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ‘দেশে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় যেখানে হাত পৌঁছে না, সেখানেও মানুষের নিরাপত্তার জন্য আমরা হাত বাড়াব।’
আজ রোববার বিকেলে রংপুরে র্যাব-১৩ কার্যালয় পরিদর্শনের পর রংপুর পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় র্যাবের ডিজি এ কথা বলেন। তিনি বলেন, ‘দেশের এ অবস্থায় মানুষের জানমাল রক্ষায় আমরা আমাদের সামর্থ্যের শেষ বিন্দু নিংড়ে দিয়ে কাজ করব। জনগণের পাশে আমরা দাঁড়িয়েছি এবং দাঁড়াব।’
প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হয়ে কীভাবে রাজনৈতিক বক্তব্য দেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বেনজীর আহমেদ বলেন, ‘যাঁরা এ ধরনের মন্তব্য করেন, তাঁরা সরকারি কর্মকর্তা-কর্মচারী কি না, সেটা আগে দেখতে হবে।’ তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি, তাহলে রাষ্ট্র সেটা দেখবে। আপনাদের মনে রাখতে হবে, আমরা সোমালিয়ায় বসবাস করি না। যাঁরা এ ধরনের কথা বলেন, তাঁদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।’
মতবিনিময় অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার দিলোয়ার বখ্ত, বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ কে এম মঈনুল হক, রংপুর