গণতন্ত্রের নামে দেশে স্বৈরতন্ত্র চলছে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/05/photo-1483624408.jpg)
বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী বলেছেন, গণতন্ত্রের নামে দেশে এখন স্বৈরতন্ত্র চলছে। স্বৈরশাসনকে হার মানিয়েছে আওয়ামী লীগ সরকার। ২০১৪ সালে নীলনকশার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বর্তমান সরকার।
বিএনপি নেতা আরো বলেন, স্বাধীন দেশে মানুষের বাকস্বাধীনতা আজ খর্ব হচ্ছে। গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। দেশের মানুষ এ জিম্মিদশা থেকে মুক্তি চায়। খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐকব্যদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে বান্দরবান শহরে এক সমাবেশে সাজিং প্রু জেরী এসব কথা বলেন। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘গণতন্ত্র হত্যা দিবসে’ শহরে কালো পতাকা মিছিল বের করে বিএনপি।
শহরের চৌধুরী মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সহসভাপতি হাবিবুর রহমান প্রমুখ।