বান্দরবানে ডিজিটাল উন্নয়ন মেলা শুরু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/06/photo-1483704631.jpg)
বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে ছয় দিনব্যাপী ডিজিটাল উন্নয়ন মেলা শুরু হয়েছে।
আজ শুক্রবার সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বান্দরবানের জেলা ও দায়রা জজ শফিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবানের মুখ্য বিচারিক হাকিম ফারুক হোসেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা সিভিল সার্জন উদয় শংকর চাকমাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তার আগে সকালে জেলা প্রশাসকের নেতৃত্বে ডিজিটাল উদ্ভাবনী ও উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৩টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধনের পর অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। মেলা চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত।
বান্দরবানে ফিতা কেটে ডিজিটাল মেলার উদ্বোধন করছেন জেলা ও দায়রা জজ শফিকুর রহমান।