মাগুরায় ৫ দিনের টেনিস প্রশিক্ষণ শুরু

তৃণমূল থেকে প্রতিভাবান টেনিস খেলোয়াড় বাছাই কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় মাগুরা টেনিস ক্লাব মাঠে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় টেলেন্ট হান্টিং কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিটি ক্রীড়া ক্ষেত্রে তৃণমূল থেকে প্রশিক্ষণের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে বিশ্বমানের তারকা তৈরির উদ্যোগ নিয়েছে।
মাগুরার পুলিশ সুপার ও টেনিস ক্লাবের সভাপতি মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরশিদ আনোয়ার, মাগুরার জেলা প্রশাসক মুহা. মাহবুবর রহমান, জেলা পরিষদের সাবেক প্রশাসক সৈয়দ শরীফুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক, অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, ক্লাব সেক্রেটারি সাইদুর রহমান প্রমুখ।
টেনিস প্রশিক্ষণ ও বাছাই কর্মসূচিতে মাগুরার বিভিন্ন স্কুলের ১২০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। প্রশিক্ষণ ও বাছাই কর্মসূচিতে খালেদ সালাউদ্দিন, আছমত আলী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।