‘কানের দুল না পেয়ে চাচিকে খুন’ করেন মাসুদ
রাজধানী ঢাকার বংশাল থানাধীন সুরিটোলার বাসিন্দা ঊর্মি হত্যার মূল আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন। পুলিশকে মাসুদ জানান, কানের দুল দিতে অস্বীকার করায় চাচিকে (ঊর্মি) খুন করেন তিনি।
গতকাল শনিবার রাতে রাজধানীর বংশাল থেকে মাসুদকে গ্রেপ্তার করে ডিবির দক্ষিণ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে হত্যায় ব্যবহার করা ছুরি, ঊর্মির ব্যবহৃত মুঠোফোন ও ট্যাব উদ্ধার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান, ঊর্মি সম্পর্কে মাসুদ রানার চাচি। হত্যার দিন স্ত্রীকে নিয়ে মাসুদের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। তাই চাচির কাছে স্ত্রীর জন্য কানের দুল আনতে যান মাসুদ।
ঊর্মি কানের দুল দিতে অস্বীকার করে জানান, স্বামীর অনুমতি ছাড়া তিনি কানের দুল দিতে পারবেন না। তখন চাচির সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয় মাসুদের। একপর্যায়ে তিনি তাঁর চাচিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করতে শুরু করেন।
তখন ঊর্মি প্রাণরক্ষার্থে বাথরুমের ভেতরে আশ্রয় নেন। মাসুদ বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে ছুরি দিয়ে আরো কোপাতে থাকেন। পরে ঊর্মির রক্তমাথা জামা খুলে নিয়ে চাচার পোশাক পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মাসুদ। বাড়ি থেকে পালিয়ে স্থানীয় একটি মাদ্রাসায় আশ্রয় নেন মাসুদ। পালানোর সময় তিনি চাচির ব্যবহৃত মুঠোফোন সঙ্গে করে নিয়ে যান।
এরপর একদিন জুয়ায় হেরে টাকার বদলে ঊর্মির মুঠোফোন দিয়ে দেন মাসুদ। ওই মুঠোফোনের সূত্র ধরেই গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গত বছর ৫ নভেম্বর বংশাল থানা এলাকার সুরিটোলার নিজ ফ্ল্যাটে হত্যার শিকার হন ঊর্মি।