ঊর্মিকে গ্রেপ্তার না করলে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় না নিলে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ সোমবার (৭ অক্টোবর) বেলা ৩টায় বেরোবির সামনে শহীদ আবু সাঈদ চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
এ সময় শহীদ আবু সাঈদ সম্পর্কে কটূক্তি ও প্রধান উপদেষ্টার সমালোচনা করায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মিকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে বিচার দাবি করা হয়।
সমাবেশে যুক্ত হয়ে বক্তব্য দেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও ছোট ভাই আবু হোসেন।
রমজান আলীর প্রশ্ন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন আমার ভাই আবু সাঈদ। যার ভিডিও ফুটেজসহ অনেক প্রমাণ রয়েছে। এর পরও কীভাবে ওই ম্যাজিস্ট্রেট শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলেন?’
আবু সাঈদের ছোট ভাই আবু হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কর্মকর্তার এহেন মন্তব্য দেখে আমার বৃদ্ধ মা-বাবা ভীষণ ব্যথিত হয়েছেন। তাই প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি।’
বেরোবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শামসুর রহমান সুমন বলেন, ‘প্রশাসনে কর্মরত থেকে কীভাবে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশ করেন একজন ম্যাজিস্ট্রেট? তাকে শুধু ওএসডি নয়, আইনের আওতায় আনতে হবে।’
বেরোবির অ্যাকাউন্টিং বিভাগের রুমন বকসি, সিএসই বিভাগের রহমত আলীসহ আরও কয়েকজন প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন।
বক্তারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেট ঊর্মিকে আইনের আওতায় নেওয়া না হলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্দেশে পদযাত্রা কর্মসূচিসহ প্রয়োজনে ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।