কটূক্তির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ময়মনসিংহের কটূক্তির অভিযোগে বিক্ষুব্ধ তৌহিদী জনতার হাতে নিহত হয়েছেন দিপু চন্দ্র দাশ নামে এক যুবক। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাড়াকান্দা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার একজন শ্রমিক এবং এবং ময়মনসিংহের তাড়াকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ, স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কারখানায় কর্মরত ওই শ্রমিকের বিরুদ্ধে ধর্মীয় কটূক্তির অভিযোগ আনা হয়। বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় জনতার হামলায় ওই যুবক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আইনশৃখলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ