ওয়ান-ইলেভেনের পথেই চলছে সরকার : এমাজউদ্দীন
বর্তমান আওয়ামী লীগ সরকার সমারিক বাহিনী সমর্থিত ‘বিতর্কিত’ ওয়ান-ইলেভেন সরকারের মতোই আচরণ করছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
আজ বুধবার ওয়ান-ইলেভেনের এক দশক উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট নামে একটি সংগঠনের আয়োজনে আলোচনা সভায় এমাজউদ্দীন এ কথা বলেন।
২০০৭ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। এই সরকার প্রায় দুই বছর ক্ষমতায় ছিল। এ সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অনেক রাজনৈতিক নেতাকর্মীকে বন্দি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, ‘ওয়ান-ইলেভেন সরকার যে পথ দেখিয়ে গেছে, বর্তমান সরকারও সেই পথেই চলছে। এটা সুস্থতার লক্ষণ না এবং যতদিন পর্যন্ত সুস্থতা দেশে ফিরে না আসছে, আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারি না। হাঁটার সম্ভাবনা নেই। এই দিনটাকে চিহ্নিত করা উচিত কালো দিন বা ব্ল্যাক ডে হিসেবে।’