আ. লীগ নেতা মাহাবুবুরের নামে সড়কের ফলক উন্মোচন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/12/photo-1484225666.jpg)
বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মাহাবুবুর রহমানের স্মরণে একটি সড়কের ফলক উন্মোচন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ট্রাফিক মোড়ে পৌরসভার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর আনুষ্ঠানিকভাবে সড়কের নামকরণ ফলকটি উন্মোচন করেন।
এ ছাড়া প্রতিমন্ত্রী বান্দরবানের চাল বাজার গলিতে কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় অন্যদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মংসুই খয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, গুণী ব্যক্তিদের সম্মান করা নৈতিক দায়িত্ব। তেমনি পরিষ্কার-পরিচ্ছন্নতা মানুষের চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ ঘটায়। সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণ আপনার-আমার সবার দায়িত্ব। কিন্তু মানুষ সরকারি অর্থায়নে নির্মিত স্থাপনাগুলো কখনো নিজের মনে করে রক্ষণা-বেক্ষণ করে না। উল্টো সরকারি সম্পদ দখল এবং স্থাপনাগুলো সচেতনতার অভাবে নষ্ট করছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, জনগণের ট্রাক্সের টাকায় সরকার উন্নয়ন কাজগুলো সম্পাদন করছে। অপচয় রোধ করে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলেই স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব হবে। দেশের উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক।