চাঁদপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

দৈনিক ইত্তেফাকের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিনকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শোরসাক দক্ষিণ বাজার সড়কে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. হাছানুজ্জামান, চেরিয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন, সাংবাদিক মাহবুব আলম, সাংবাদিক জামাল হোসেন প্রমুখ।
বক্তারা সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
গত ৯ জানুয়ারি মো. জসিম উদ্দিন ও তাঁর বন্ধু রাত ১২টায় বাড়ি ফিরছিলেন। পথে ভাই ভাই ব্রিক ফিল্ডের সামনের সড়কে ইটভাটার কর্মচারী মো. নজরুল ইসলাম মিরাজ নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি করছিল। এটা দেখে জসিম উদ্দিন পুলিশকে খবর দন।
এরই জের ধরে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এবং ইটভাটার মালিক মো. মিজানুর রহমান ও তাঁর সঙ্গীরা জসিম উদ্দিনকে একটি ঘরে প্রায় ১০ ঘণ্টা আটকে রেখে রাতভর নির্যাতন চালায়।
খবর পেয়ে পরের দিন সকালে পুলিশ গিয়ে জসিমকে উদ্ধার করে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।