অটোরিকশা উল্টে নারী নিহত, স্বামী-মেয়ে আহত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অটোরিকশা উল্টে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্বামী ও মেয়েশিশু।
আজ শুক্রবার বিকেলে কলমাকান্দার সদর ইউনিয়নের ডোয়ারিকোনা গোরস্তানের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সালমা আক্তার (২৮)। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কালিকাপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, শুক্রবার বিকেলে রফিকুল ইসলাম তাঁদের কালিকাপুর গ্রামের বাড়ি থেকে স্ত্রী সালমা আক্তার ও মেয়ে রোজিনা আক্তারকে (১২) নিয়ে অটোরিকশায় করে কলমাকান্দায় আসছিলেন। পথে ডোয়ারিকোনা গোরস্তানের পাশের রাস্তায় অন্য একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে তাঁদের অটোরিকশাটি উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তাঁরা স্বামী-স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হন। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সালমা আক্তারকে মৃত ঘোষণা করেন। অপর আহত রফিকুল ইসলাম ও মেয়ে রোজিনা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।