গারো সম্প্রদায়ের মানুষরা পেলেন শীতের পোশাক
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাহাড়ি গারো সম্প্রদায়ের মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রায় ১০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল, সোয়েটার ও হুডি তুলে দেন তরুণদের ফেসবুকভিত্তিক সংগঠন ‘ভালোবাসি জামালপুর’-এর সদস্যরা।
শুক্রবার সকালে বকশীগঞ্জের বালুঝুড়ি বাজারে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফরিদ আহমেদ, গারো সম্প্রদায়ের প্রতিনিধি লুই সিং সাংমা, প্রতীশ মারাকসহ স্থানীয় ব্যক্তিরা। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ও সময় তরুণদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে লুই সিং সাংমা বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের এই গারো পল্লীর মানুষের জন্য সহায়তা নিয়ে আসার জন্য সংগঠনটির প্রতি আমরা কৃতজ্ঞ।’
ভালোবাসি জামালপুরের কর্মসূচির সমন্বয়ক ফজলে রাব্বি সৌরভ বলেন, ‘সমতলের অসহায় মানুষ নানাভাবে সহায়তা পেয়ে থাকেন। কিন্তু পাহাড়ি মানুষের কথা আমরা ভুলে যাই। তাই গারো সম্প্রদায়ের মানুষের জন্য আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।’
সংগঠনটি ‘ওরাও থাকুক উষ্ণতায় : জামালপুরের শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ’ নামে একটি উদ্যোগের মাধ্যমে মানুষের কাছ থেকে পোশাক ও অর্থ সহায়তা নেয়। তাঁদের সংগ্রহ করা শীতবস্ত্র শহরের ছিন্নমূল মানুষের কাছেও বিতরণ করা হবে।
ভালোবাসি জামালপুরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানা যাবে সংগঠনটির ফেসবুকে পেজে : https://www.facebook.com/bhalobasijamalpur