কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ জন।
আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, নীলফামারীর ডিমলা থেকে কুমিল্লায় যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। পথে জিংলাতলী সেতুর সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো চারজন নিহত হয়।
ওসি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহত যাত্রীদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করেছে।