শ্রীনগরে মাদক বেচার দায়ে সাতদিনের জেল

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাদক ব্যবসার দায়ে মো. রাজু শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে আজ শনিবার সাতদিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাদক ব্যবসার দায়ে মো. রাজু শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে সাতদিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি কোলাপাড়া ইউনিয়নের কাদুরগাঁও গ্রামের বাসিন্দা।
আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যতন মারমা শ্রীনগর থানায় এই আদালত পরিচালনা করেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান বলেন, গতকাল শুক্রবার বিকেলে রাজু শেখকে রাঢ়ীখাল ইউনিয়নের কয়কীর্তন এলাকা থেকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত হাজির করা হয়। পরে বিচারক সাতদিনের কারাদণ্ড দেন।