চান্দিনায় অগ্নিকাণ্ডে পুড়ল ১২ দোকান
কুমিল্লার চান্দিনা উপজেলার ধেরেরা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ১২টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে কালু মিয়ার স্টেশনারি দোকান, হানিফ মিয়া, আবুল বাসার, জহিরুল আলম ও কেফায়েত উল্লাহর আসবাবপত্রের দোকান, মমতাজ বেগমের অটোরিকশার গ্যারেজ, দিদারুল আলমের হোটেল, রামু দাসের সেলুন, হমায়ুন কবিরের মুদি দোকান, মফিজ মিয়ার দুটি টিনের দোকান, বিল্লার মিয়ার চায়ের দোকানসহ মোট ১২টি দোকান।
ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।
ধেরেরা বাজার কমিটির সভাপতি জহিরুল ইসলাম বলেন, আগুন লাগার পর চান্দিনা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে বিদ্যুৎ বন্ধ করার জন্য বারবার ফোন করলেও কেউ ফোন রিসিভ করেননি।
জহিরুল ইসলাম আরো বলেন, লাইনে বিদ্যুৎ সংযোগ থাকায় এলাকাবাসী আগুন নেভাতে পারেনি। তাই সব দোকান পুড়ে শেষ হয়ে যায়। পরে আগুন নেভে।
এ ব্যাপারে জানতে চাইলে চান্দিনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম খান এনটিভি অনলাইনকে বলেন, ‘এ ব্যাপারে আমার কিছ জানা নেই। যদি এমনটি হয়ে থাকে, তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’