ছাত্রলীগকর্মীর হাত কর্তন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/01/photo-1433176977.jpg)
পাবনার ঈশ্বরদীর পাকশীতে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের কর্মীরা নিজেদের অপরপক্ষের এক কর্মীর বাঁ হাত কেটে ফেলেছেন। আজ সোমবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগকর্মী সৌরভ হোসেন টুনটুনকে (১৮) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুনটুন ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামের টেম্পোচালক শাহীন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও রূপপুর টেম্পোস্ট্যান্ড দখল নিয়ে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছদরুল আলম পিন্টু ও সাধারণ সম্পাদক মিরাজ হাসান পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে আজ সোমবার বিকেল ৫টার দিকে সভাপতি পক্ষের সমর্থকরা সাধারণ সম্পাদক পক্ষের ছাত্রলীগকর্মী সৌরভ হোসেন টুনটুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাঁ হাত কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ সময় টুনটুনের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ তথ্য নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে র্দীঘদিন ধরে ওই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।