নেতাকর্মীদের অপকর্মের দায় নেবে না ছাত্রলীগ : সোহাগ

ছাত্রলীগের কোনো নেতাকর্মীর অপকর্মের দায় সংগঠন নেবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরায় ছাত্রলীগের পুনর্মিলনী ও ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাগুরা জেলা ছাত্রলীগের উদ্যোগে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি বলেন, শুধু ভালো কর্মী হলেই হবে না, ছাত্রলীগ করতে হলে ভালো ছাত্র হতে হবে। আচার-আচরণ ভালো না হলে ছাত্রলীগ করা যাবে না। কারণ ছাত্রলীগের যারা অপকর্ম করবে, তাদের দায়-দায়িত্ব কেন্দ্রীয় ছাত্রলীগ নেবে না।
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সরকারের উন্নয়ন কার্যক্রম মানুষের কাছে তুলে ধরার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সোহাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম। সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সহসভাপতি ডা. তোফাজ্জেল হক চয়ন, সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত, জেলা আওয়ামী লীগের সভাপতি খান তানজেল হোসেন, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু, সহসভাপতি মুন্সী রেজাউল হক ও আবদুল ফাত্তাহ, সাংগঠনিক সম্পাদক পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুস্তম আলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ সাইফুজ্জামান শিখর উপস্থিত ছিলেন। পরে বিকেলে ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুসহ খ্যাতনামা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।