দেশকে ইউরোপ-আমেরিকার উচ্চতায় নেওয়া হবে : ভূমিমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/19/photo-1484834418.jpg)
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ‘বাংলাদেশকে ইউরোপ আমেরিকার উচ্চতায় নিয়ে যাওয়া হবে। একটি সর্বাধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি হিসেবে উন্নত রাষ্ট্রের ন্যায় বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রের উচ্চতায় নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আজ বৃহস্পতিবার জামালপুরে ডিজিটাল রেকর্ড প্রকাশনা ও সমন্বিত ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনার উদ্বোধনের সময় এসব কথা বলেন শামসুর রহমান শরীফ। ভূমি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
ভূমিমন্ত্রী বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে জরিপ কার্যক্রমে পৃথিবীর আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, পাশাপাশি প্রতিটি স্তরে জমির মালিকদের অংশগ্রহণ ও মতামত গ্রহণ করা হয়েছে। যা অতীতের জরিপ ও রেকর্ড কার্যক্রম থেকে ব্যতিক্রম।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য রেজাউল করিম হীরা, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোজাম্মেল হক, জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান প্রমুখ।